BeMetro.net
ঢাকা, রবিবার, ৩০ এপ্রিল, ২০১৭ | ১৭ বৈশাখ, ১৪২৪ | ২ শাবান, ১৪৩৮

ওয়েলিংটনে কাল টেস্ট খেলতে নামছে বাংলাদেশ


প্রকাশঃ ১১-০১-২০১৭, ৬:৩১ অপরাহ্ণ | সম্পাদনাঃ ১১-০১-২০১৭, ৬:৩১ অপরাহ্ণ

ওয়েলিংটনে, নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে কাল মাঠে নামছে বাংলাদেশ। ভোর চারটায় ওয়েলিংটনের বেসিন রিজার্ভে প্রথম টেস্ট খেলতে নামবে মুশফিকুর রহীমের নেতৃত্বাধীন বাংলাদেশ দল।

তবে বাংলাদেশ দল এবার চোট জর্জরিত দল নিয়ে মাঠে নামবে। চোট নিয়ে এরই মধ্যে ছিটকে গেছেন ইমরুল কায়েস। তামিম ইকবালও পুরোপুরি ফিট কেবল। টোট কাটিয়ে মাঠে নামবেন অধিনায়ক মুশফিক। মুস্তাফিজও ফিট নন পুরোপুরি। তবে আশার কথা তাসকিনের টেস্ট অভিষেক হচ্ছে ওয়েলিংটনে।

এরআগে নিউজিল্যান্ডের বিপক্ষে ছয়টি টেস্ট সিরিজ খেলেছে বাংলাদেশ। ২০১৩ সালে সর্বশেষ বাংলাদেশের মাটিতে দুই দলের মধ্যকার টেস্ট সিরিজটি ড্র হয়। সেবার নিউজিল্যান্ডকে একটি টেস্টেও জিততে দেয়নি। প্রথম টেস্টে চট্টগ্রামে দাপটের সঙ্গে খেলে ড্র করেছে। দ্বিতীয় টেস্টে মিরপুরে বৃষ্টি বাগড়া দেয়। টেস্টটি ড্র হয়।

তবে এর আগে হওয়া পাঁচটি টেস্ট সিরিজের সবগুলোই জিতেছিল নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডের মাটিতে সর্বশেষ ২০১০ সালে টেস্ট সিরিজ খেলে বাংলাদেশ। একমাত্র টেস্ট ম্যাচে হারে বাংলাদেশ। ২০০১ ও ২০০৮ সালেও দুই ম্যাচের টেস্ট সিরিজে হেরেছিল বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ মোট ১১টি টেস্ট খেলে ৮টিতে হেরেছে। বাকি তিনটিতে ড্র করে।পাঠকের মতামত...

Top