BeMetro.net
ঢাকা, রবিবার, ৩০ এপ্রিল, ২০১৭ | ১৭ বৈশাখ, ১৪২৪ | ২ শাবান, ১৪৩৮

পর্দা উঠছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের


প্রকাশঃ ১২-০১-২০১৭, ১২:০৯ পূর্বাহ্ণ | সম্পাদনাঃ ১২-০১-২০১৭, ১২:০৯ পূর্বাহ্ণ

বৃহস্পতিবার শুরু হচ্ছে পঞ্চদশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। সকালে ঢাকা ক্লাবের সংবাদ সম্মেলনে আয়োজক রেইনবো ফিল্ম সোসাইটি তুলে ধরে এ উৎসবের নানা দিক। এবারের উৎসবে বাংলাদেশসহ ৬৭টি দেশের ১৮৮টি চলচ্চিত্র দেখার সুযোগ পাবে সিনেমাপ্রেমীরা।

নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ– এমনি স্লোগান নিয়ে বছর ঘুরে আবারো শুরু হচ্ছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। আয়োজক রেইনবো চলচ্চিত্র সংসদের ৪০ বছর ও উৎসবের ২৫ বছর উদযাপন উপলক্ষ্যে নয়দিনের এ উৎসব এবার হবে আরও বড় পরিসরে।

বুধবার দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে উৎসবের বিস্তারিত তথ্য তুলে ধরেন আয়োজকরা। এসময় উপস্থিত ছিলেন উৎসব পরিচালনা পর্ষদের উপদেষ্টাসহ জুরি বোর্ড সদস্যরা।

ইরানি চলচ্চিত্র নির্মাতা জোহরে জামানি বলেন, ” এই বছর আমরা ছবি নির্বাচন পদ্ধতির কিছুটা পরিবর্তন এনেছি। সে ক্ষত্রের গুরুত্ব পেয়েছে তরুণ ও মুক্ত চলচ্চিত্র নির্মাতাদের ছবির”।

১২ জানুয়ারি বিকাল ৪টায় জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে উৎসবের উদ্বোধন করবেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। এরপর উৎসবের উদ্বোধনী ছবি হিসাবে প্রদর্শিত হবে লেবাননের নির্মাতা মাই মাসরি নির্মিত চলচ্চিত্র ‘থ্রি থাওসেন্ট নাইটস’। আটটি বিভাগে ৬৭টি দেশের ১৮৮টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। থাকছেন ২১জন জুরি।

এছাড়াও উৎসবের অংশ হিসেবে থাকছে সপ্তম ঢাকা সিনেমা ওয়ার্কশপ, চলচ্চিত্রে নারী বিষয়ক তৃতীয় ঢাকা আন্তর্জাতিক সম্মেলন ও চিত্র প্রদর্শনী। জাদুঘরের সুফিয়া কামাল , গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তন, অলিয়ঁস ফ্রঁসেজ, ইএমকে সেন্টার ও স্টার সিনেপ্লেক্সের পাঁচটি ভেন্যুতে চলবে এ উৎসব।পাঠকের মতামত...

Top