BeMetro.net
ঢাকা, রবিবার, ৩০ এপ্রিল, ২০১৭ | ১৭ বৈশাখ, ১৪২৪ | ২ শাবান, ১৪৩৮

বাংলাদেশের প্রশংসায় কিউই অধিনায়ক


প্রকাশঃ ১২-০১-২০১৭, ৩:৫৫ অপরাহ্ণ | সম্পাদনাঃ ১২-০১-২০১৭, ৩:৫৫ অপরাহ্ণ

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগে নিউজিল্যান্ড কোচ মাইক হেসন বলেছিলেন, দলের দুই মূল পেসার টিম সাউদি ও ট্রেন্ট বোল্টকে সব ম্যাচে মাঠে দেখা যাবে না। আসন্ন ব্যস্ত সূচিই এ রকম একটা সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে বলেও জানিয়েছিলেন কিউই কোচ। হয়েছিলও তাই। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ দুটিতে খেলেছিলেন সাউদি, টি২০ সিরিজের একটি ম্যাচেও খেলেননি। অন্যদিকে প্রথম দুই ওয়ানডের পাশাপাশি শেষ দুটি টি২০-তে খেলেছেন বোল্ট। তবে টেস্ট সিরিজে এ দুই বোলারের ওপরই বাংলাদেশের ব্যাটসম্যানদের পরীক্ষা নেওয়ার দায়িত্ব ন্যস্ত থাকবে বলে জানালেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন। বেসিন রিজার্ভের সবুজ উইকেটে এই পেসযুগল বাংলাদেশের ব্যাটসম্যানদের সামনে কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দেবেন বলেও আশাবাদী তিনি। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে উইলিয়ামসন বলেন, ‘কয়েক বছর ধরেই বোল্ট ও সাউদি নিজেদের সেরা খেলাটা খেলছে। সাউদি বেশ অভিজ্ঞ আর বোল্টও দিন দিন আরও ভালো হয়ে উঠছে। আশা করি, এই সিরিজেও তারা ভালো করবে।’
তবে শুধু বোল্ট আর সাউদি নন, উইলিয়ামসনের প্রশংসা পেলেন বাংলাদেশ দলের পেসাররাও। ওয়ানডে সিরিজের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘বাংলাদেশ দলে কয়েকজন প্রতিভাবান পেসার রয়েছেন। তাদের সামর্থ্যের প্রমাণ আমরা ওয়ানডে সিরিজে পেয়েছি। ওদের বলের গতি বেশ ভালো।’ সংক্ষিপ্ত ফরম্যাটে বাংলাদেশ দলের তরুণ ক্রিকেটাররাও নজর কেড়েছে কিউই অধিনায়কের। সৌম্য সরকার, সাবি্বর রহমান, মুস্তাফিজুর রহমানদের নিয়ে উইলিয়ামসনের ভাষ্য, ‘বাংলাদেশ দলে ওরা অনেক দিন খেলবে বলে আমি মনে করি। ওরা বিশ্বের বিভিন্ন প্রান্তে খেলে অভিজ্ঞতা অর্জন করবে, সেটা ওদের আরও ভালো খেলোয়াড়ে পরিণত করবে। এতগুলো প্রতিভাবান ক্রিকেটার থাকায় ওদের দলটাও বেশ ভালো। ওরা নিশ্চিতভাবেই চ্যালেঞ্জ জানাবে, তাই আমাদেরও নিজেদের সেরা খেলাটাই খেলতে হবে। বিশেষ করে প্রথম দিনই আমরা ম্যাচের নিয়ন্ত্রণটা নিজেদের হাতে নিয়ে নিতে চাই।’
প্রশংসার পাশাপাশি চ্যালেঞ্জের সুরটাও ধরা পড়ল কি উইলিয়ামসনের কথায়?পাঠকের মতামত...

Top