BeMetro.net
ঢাকা, রবিবার, ৩০ এপ্রিল, ২০১৭ | ১৭ বৈশাখ, ১৪২৪ | ২ শাবান, ১৪৩৮

২০১৭ সালে যুক্তরাষ্ট্রের শীর্ষ বেতনের ২০ চাকরি


প্রকাশঃ ১২-০১-২০১৭, ৩:৫৬ অপরাহ্ণ | সম্পাদনাঃ ১২-০১-২০১৭, ৩:৫৬ অপরাহ্ণ

সম্প্রতি ইউএস নিউজ এবং ওয়ার্ল্ড রিপোর্ট ২০১৭ সালের সেরা চাকরিগুলোর র্যাঙ্কিং প্রকাশ করেছে। বেতন, নিয়োগ হার, পদোন্নতি, চাকরির সুযোগ বৃদ্ধি, চাকরির প্রত্যাশা, চাপের মাত্রা এবং কাজ ও ব্যক্তিগত জীবনের ভারসাম্যের নিরিখে এই র্যাঙ্কিং করা হয়।

এতে দেখা গেছে, মার্কিন যুক্তরাষ্ট্রের শীর্ষ বেতেনের চাকরিগুলোর বেতন ছয় অঙ্কের। তালিকার শীর্ষে আছে স্বাস্থ্যসেবা খাতের চাকরিগুলো। এর এক নম্বরে রয়েছে অ্যানেসথেসিওলজিস্টের নাম। যার পরপরই রয়েছে, সার্জন এবং ওরাল ম্যাক্সিলোফেসিয়াল সার্জনের নাম।

এখানে ওই তালিকার শীর্ষ ২০টি চাকরি হলো:

২০. ফার্মাসিস্ট বা ওষুধবিদ

গড় বার্ষিক বেতন: ১ লাখ ১৯ হাজার ২৭০ ডলার

সম্ভাব্য বৃদ্ধির হার (২০১৪-২০২৪): ৩%

১৯. বিজনেস অপারেশন ম্যানেজার

গড় বার্ষিক বেতন: ১ লাখ ১৯ হাজার ৪৬০ ডলার

সম্ভাব্য বৃদ্ধির হার (২০১৪-২০২৪): ৭%

১৮. সেলস ম্যানেজার

গড় বার্ষিক বেতন: ১ লাখ ৩০ হাজার ৪০০ ডলার

সম্ভাব্য বৃদ্ধির হার (২০১৪-২০২৪): ৫%

১৭. ফিনান্সিয়াল ম্যানেজার

গড় বার্ষিক বেতন: ১ লাখ ৩৪ হাজার ৩৩০ ডলার

সম্ভাব্য বৃদ্ধির হার (২০১৪-২০২৪): ৭%

১৬. পডিয়াট্রিস্ট- পা ও গোড়ালির রোগ বিশেষজ্ঞ চিকিৎসক

গড় বার্ষিক বেতন: ১ লাখ ৩৬ হাজার ১৮০ ডলার

সম্ভাব্য বৃদ্ধির হার (২০১৪-২০২৪): ১৪%

১৫. আইনজীবি

গড় বার্ষিক বেতন: ১ লাখ ৩৬ হাজার ২৬০ ডলার

সম্ভাব্য বৃদ্ধির হার (২০১৪-২০২৪): ৬%

১৪. মার্কেটিং ম্যানেজার

গড় বার্ষিক বেতন: ১ লাখ ৪০ হাজার ৬৬০ ডলার

সম্ভাব্য বৃদ্ধির হার (২০১৪-২০২৪): ৯%

১৩. তথ্য-প্রযুক্তি ম্যানেজার

গড় বার্ষিক বেতন: ১ লাখ ৪১ হাজার ডলার

সম্ভাব্য বৃদ্ধির হার (২০১৪-২০২৪): ১৫%

১২. পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ার

গড় বার্ষিক বেতন: ১ লাখ ৪৯ হাজার ৫৯০ ডলার

সম্ভাব্য বৃদ্ধির হার (২০১৪-২০২৪): ১০%

১১. নার্স অ্যানেসথেসিস্ট- রোগীর দেহ বা দেহের বিশেষ অংশ অসাড়করন বিশেষজ্ঞ নার্স

গড় বার্ষিক বেতন: ১ লাখ ৬০ হাজার ২৫০ ডলার

সম্ভাব্য বৃদ্ধির হার (২০১৪-২০২৪): ১৯%

১০. প্রোস্থোডন্টিস্ট- দাঁত প্রতিস্থাপন বিশেষজ্ঞ চিকিৎসক

গড় বার্ষিক বেতন: ১ লাখ ৬১ হাজার ২০ ডলার

সম্ভাব্য বৃদ্ধির হার (২০১৪-২০২৪): ১৮%

৯. দন্ত চিকিৎসক

গড় বার্ষিক বেতন: ১ লাখ ৭২ হাজার ৩৫০ ডলার

সম্ভাব্য বৃদ্ধির হার (২০১৪-২০২৪): ১৮%

৮. শিশুরোগ চিকিৎসক

গড় বার্ষিক বেতন: ১ লাখ ৮৩ হাজার ১৮০ ডলার

সম্ভাব্য বৃদ্ধির হার (২০১৪-২০২৪): ১০%

৭. মানসিক রোগের চিকিৎসক

গড় বার্ষিক বেতন: ১ লাখ ৯৩ হাজার ৬৮০ ডলার

সম্ভাব্য বৃদ্ধির হার (২০১৪-২০২৪): ১৫%

৬. চিকিৎসক

গড় বার্ষিক বেতন: ১ লাখ ৯৬ হাজার ৫২০ ডলার

সম্ভাব্য বৃদ্ধির হার (২০১৪-২০২৪): ৯%

৫. অর্থডন্টিস্ট- এবড়ো থেবড়ো দাঁত ঠিক করার মাধ্যমে সুন্দর হাঁসি সৃষ্টিতে বিশেষজ্ঞ চিকিৎসক

গড় বার্ষিক বেতন: ২ লাখ ২১ হাজার ৩৯০ ডলার

সম্ভাব্য বৃদ্ধির হার (২০১৪-২০২৪): ১৮%

৪. ধাই এবং স্ত্রী রোগবিশারদ চিকিৎসক

গড় বার্ষিক বেতন: ২ লাখ ২২ হাজার ৪০০ ডলার

সম্ভাব্য বৃদ্ধির হার (২০১৪-২০২৪): ১৮%

৩. ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জন- চেহারা, মুখ এবং চোয়ালের সার্জারিতে বিশেষজ্ঞ চিকিৎসক

গড় বার্ষিক বেতন: ২ লাখ ৩৩ হাজার ৯০০ ডলার

সম্ভাব্য বৃদ্ধির হার (২০১৪-২০২৪): ১৮%

২. সার্জন

গড় বার্ষিক বেতন: ২ লাখ ৪৭ হাজার ৫২০ ডলার

সম্ভাব্য বৃদ্ধির হার (২০১৪-২০২৪): ২০%

১. অ্যানেসথেসিওলজিস্ট

গড় বার্ষিক বেতন: ২ লাখ ৫৮ হাজার ১০০ ডলার

সম্ভাব্য বৃদ্ধির হার (২০১৪-২০২৪): ২১%

সূত্র: বিজনেস ইনসাইডারপাঠকের মতামত...

Top